Binany.com নিয়ে কিছু কথা:-
(Binany.com)আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কি শেয়ার মার্কেটের নাম কখনও শুনেছেন আপনার উওর যদি হ্যাঁ তাহলে Binany.com বিষয়টা ও আপনার বুঝতে কষ্ট হবে না।আর আপনার উওর টা যদি না হয় তাহলে আজকের এই আর্টিকেলের মাধ্যমে পুরো ক্লিয়ার হবে যাবেন।
শেয়ার মার্কেট কি.?(what is Share market)
শেয়ার মার্কেট কি এটা পুরো টা বুঝতে পারলে আমরা Binany.com টাই পুরো টা বুঝতে পারব।কোন কোম্পানি বা প্রতিষ্ঠানর যখন টাকার দরকার হয়ে পড়ে তারা কোন পর্যায়ে তা মেনেজ করতে পারছে না তখন তারা তাদের একটা শেয়ার বিক্রি করে দেয়।এখন এই একটা শেয়ারের মুল্য হিসাব করলে দেখা যাবে কয়েক শত কোটি টা হয়ে দাড়ায় যা কোন একা মানুষের পক্ষে সম্ভব না।যা কেউ কিনতে ও চায় না।তাই তারা এই একটা শেয়ার কে অনলাইনের শেয়ার মার্কেট গুলো যেমন Binany.com এ গিয়ে বিক্রি করে এতে অনেক।মানুষ একটু একটু করে কিনে তখন ওই কোম্পানির ব্যবসায় যদি লাভ হয় তখন সেই লাভের টাকা সকল শেয়ার হোল্ডারদের মাঝে দিয়ে দেয় আর যদি কোন কারনে ওই কোম্পানির ব্যবসা টা ক্ষতি হয়ে যায় তাহলে সকল শেয়ার হোল্ডারদের টাকা টা ক্ষতি হয়ে যায়।আপনি যেমন কোন ব্যবসা।দিলে সেটার লাভ বা ক্ষতি দুইটা।দিক থাকে ঠিক তেমনি শেয়ার মার্কেট গুলোতে ও তেমন ঝুঁকি থাকে।
বর্তমানে বাংলাদেশ Binany.com শেয়ার মার্কেট টা অনেক জনপ্রিয়তা লাভ করেছে। যা দেশের অনেক মানুষ ব্যবহার করছে।আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশের সকল বড় ইউটিউবার যেমন Tawhid Afridi, Sohag360 এর মত চ্যানেল গুলো Binany.com এর স্পনসার নিয়েছে। এবং তাদের নিজ নিজ চ্যানেলে সেটা পাবিলিম করতেছে।।এটা আমাদের মানা উচিত এটা যদি ভূয়া হত তাহলে অন্তত্য দেশের সেরা ইউটিউবার রা পাবলিশ করত না কারন একটা ইউটিউবার যেন তেন কিছু পাবলিশ করে দেয় না তারা এটা অনেক যাচাই বাচাই করে পাবলিশ করে।কারন তাদের একটা ভূয়া ভিডিও পাবলিশের কারনে তাদের যেমস ক্ষতি হতে পারে এবং হাজার হাজার মানুষের ও ক্ষতি হয়ে যেতে পারে।
আরও পড়ুন :- আর্থিক সচ্ছলতা পেতে অনলাইনে এই পাঁচটি কাজ করুন
আজকে Binany.com নিয়ে যা যা শিখতে পারবেন।
- কিভাবে একটা Binany একাউন্ট খুলবেন.?
- কিভাবে ডেমো টাকা দিয়ে ট্রেনিং করবেন.?
- কিভাবে টাকা বিকাশের মাধ্যমে ডিপোজিট করে লাইভ ইনকাম শুরু করব.?
- কিভাবে আয় করা টাকা বিকাশের মাধ্যমে হাতে নিয়ে আসব।
- সর্বশেষ একটা পরামর্শ।
কিভাবে একটা Binany একাউন্ট খুলতে হয় দেখুন:-
আপনার মোবাইল বা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে ডায়াল করুন Binany.com তার পর একটা পেইজ ওপেন হবে সেখানে দেখতে পাবেন লেখা আছে “Sing in” ও “Sing up” আপনার যেহেতু কোন একাউন্ট নেই তাই Sing up এ ক্লিকে করুন।তার পর একটা পেইজ আসবে সেখানে লেখা থাকবে ৪ টা ঘর সব কয়টা ঘর পুরন করুন আপনার Email তারপর Binany এর জন্য একটা Password দিন। তারপর আবার Confirm Password দিন। তারপর আপনি Currency তে ক্লিক করে BDT টা সিলেক্ট করে দিন।তার পর নিচে গিয়ে √ I accept Trams & condition এ টিক দিয়ে একটু নিচে গিয়ে Sing Up এ ক্লিক করে দিন তাহলেই আপনার একাউন্ট খোলা হয়ে যাবেন।
কিভাবে ডেমো টাকা দিয়ে ট্রেনিং করবেন.?
Binany.com এ একাউন্ট খোলা হয়ে গেলে আপনি Go to profile এ ক্লিক করলে আপনার Profile চলে আসবে সেখানে Sidebar থেকে Dashboard এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন শেয়ার মার্কেটের ঘর টা চলে আসবে। সেখানে উপরে দেখতে পাবেন৷ ৳5,000 টাকা ডেমো দেওয়া আছে এবার আপনি নিচ থেকে টাকার পরিমান ও সময় নির্ধারন করে লাল টা থেকে ডাউন এবং সবুজ টা থেকে টপ যেকোনো একটা সিলেক্ট করুন। মানে লাল টা দিলে শেয়ার মার্কেট নিচের দিকে গেলে আপনি ৭৮% লাভ পাবেন।আর সবুজ টা হচ্ছে উপরের দিকে গেলে আপরি ৭৮% পাবেন।।এখন মনে করেন আপনি দিয়েছেন টপ সেটা যদি নিচে চলে যায় তাহলে আপনার সব টাকাই চলে যাবে। তাই আগে বুঝে শুনে ক্লিক করবেন। ডেমো টা দিয়ে কাজ করলে আপনার অনেক কিছু বুঝা হয়ে যাবে।
কিভাবে টাকা বিকাশের মাধ্যমে ডিপোজিট করে লাইভ ইনকাম শুরু করব.?
আপনার মোবাইলে অবশ্যই একটা বিকাশের একাউন্ট থাকতে হবে।তারপর Binany.com এ গিয়ে Sidebar থেকে Deposit এ ক্লিক করলে আপনার সামনে পেমেন্ট অপশান আসবে আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করে দিন তারপর সেখানে একটা নাম্বার আসবে সেটা কপি করে Next এ ক্লিক করলে লেখা আসবে Transaction ID সেখানে বিকাশে টাকা পেমেন্ট করার পরে যে Transaction ID টা আসে সেটা কপি করে এনে এখানে দিয়ে Next ক্লিক করলেই আপনার Binany Live টাকা যোগ হয়ে যাবে।
কিভাবে আয় করা টাকা বিকাশের মাধ্যমে হাতে নিয়ে আসব
বিকাশে আয় করা টাকা নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হল আবার ও Binany একাউন্ট থেকে Sidebar এ ক্লিক করুন তারপর সেখানে দেখতে পাবেন লেখা আছে Withdraw অপশন তারপর সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে তিন অপশন চলে আসবে যেমন পেমেন্ট সিস্টেম, টাকার পরিমান,এবং একাউন্ট নাম্বার সব টা পুরন হয়ে গেলে “Send a request ” এ ক্লিক করলেই চলে যাবে কিছুক্ষণের মধ্যেই তারা আপনার একাউন্টে টাকা পাঠিয়ে দেবে।মনে রাখবেন টাকা অবশ্যই ১০০০ হলে Withdraw করতে পারবেন।
সর্বশেষ একটা পরামর্শ
উপরে কিভাবে একটা Binany একাউন্ট খোলা থেকে শুরু করে টাকা জমা ও উঠানের নিয়ম গুলো আলোচনা করেছি খুব সুন্দর ভাবে।যেভাবে লেখা আছে সেভাবে চেষ্টা করলে পারবেন।আর সব থেকে বড় বিষয় না বুঝে টাকা ইনভেস্ট করবেন না ইউটিউব এ হাজার ও ভিডিও আছে তাই আগে সব জেনে বুঝে ডেমো দিয়ে কাজ করার পর যদি আপনার মনে হয় যে আপনি পারবেন তাহলে টাকা ইনভেস্ট করুন।অযথা আপনার সব টাকাই নষ্ট হয়ে যাবে।আবার ও বলছি বুঝে শুনে কাজ করা ভালো।আর একটা কথা অনেকে মনে করে ভাই এটা জুয়া নাকি। আসলে এটা সম্পূর্ণ জুয়া নাকি হারাম টাকা এই বিষয় আমার সুস্পষ্ট কোন ধারনা নেই।আমি আজকে পর্যন্ত যতজনের মুখে শুনেছি সবাই বলেছে যে এটা আসলেই কোন জুয়া না এটা সম্পূর্ন একটা শেয়ার মার্কেট। তাই আপনি কাজ করার আগে ভালো ভাবে জানুন বুঝুন তারপর কাজ করা শুরু করুন।তবে যদি আপনি ভালো ভাবে কাজ টা করতে পারেন তাহলে আপনি ভকলো মানের একটা আয় এটা থেকে করতে পারবেন।বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের অনেক দেশের মানুষ এখানে কাজ করে।তাই আপনি ও চাইলে কাজ করে ভালো একটা আয় করুন। কোন প্রয়োজন হলে আমাকে জানাবেন।তাছাড়া অন্য কোন প্রয়োজন হলে Binany.com এ লাইভ চ্যাটিং থেকে তাদের সাথে কথা বলে যে কোন সমস্যার সমাধান করে নিতে পারবেন।
এ্যাডমিন বার্তা
আজকে আর না সবাই ভালো থাকবেন।আর আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আমরা প্রতিনিয়ত এই রকম টেকনোলজিস বিষয় নিয়ে লেখা লেখি করে থাকি।।পুরো বিষয় টা পড়ে কোন ভুল বা জানার ইচ্ছে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন।আমরা অবশ্যই আপনার উওর দেব।