*ব্লগিং(Blogging) পরিচিতি ও বিস্তারিত
ব্লগ শব্দটি ইংরেজি webBlog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরনের অনলাইন ব্যক্তিগত বা কোম্পানি গত দিনলিপি।১৯৯৭ এর ১৭ ডিসেম্বর, “জর্ন বার্গার” সর্বপ্রথম ‘weblog’ শব্দটির উদ্ভাবন করেন। পরবর্তীতে, ‘পিটার মেরহোলজ’ তার নিজস্ব ব্লগ পিটার্ম .com কৌতুক করে ‘weblog’ শব্দটিকে ভাগ করে blog বলে সম্বোধন করেন ১৯৯৯ এর এপ্রিল মাসে। তারপর থেকে ‘blog’ শব্দটির ব্যাবহার বাড়তে থাকে।
*ব্লগিং শুরুর করতে কি কি লাগে
একজন মানুষ যেমন তার একটা ব্যক্তিগত ডায়েরি তে লেখালেখি করে ঠিক তেমনি ব্লগ ও তেমন একটা অনলাইন বিত্তিক ডায়েরি। আপনি আপনার ডায়রিতে লেখতে শুধু মাএ একটা ডায়েরি ও একটা কলম হলেই হয়ে যায়। কিন্তু আপনি ব্লগিং করতে আপনাকে অনেক বিষয় জানতে হবে। কারণ এটা পুরো টাই অনলাইন বিষয়ক জিনিস। একটা ব্লগিং তৈরি করতে সাধারণ অবস্থায় তিনটি জিনিস প্রয়োজন পড়ে
যেমন
*একটা কাস্টম ডোমেন
*একটা হোস্টিং
*ফ্রি/ফ্রিমিয়াম থিম
উপরের এগুলা না হলে আপনি ব্লগিং শুরু করতে পারবেন না।
*ব্লগিং প্লাটফর্ম
যে সমস্ত ওয়েবসাইট বা একটা অ্যাপের মাধ্যমে একটা ব্লগিং সাইট তৈরি করা যায় এগুলোকে ব্লগিং প্লাটফর্ম বলা হয়। বর্তমানে ব্লগিং প্লাটফর্মে মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হর
*গুগলের ব্লগার
*ওয়ার্ডপ্রেস
*ব্লগার কি?
ব্লগার হচ্ছে গুগলের একটা প্লাটফর্ম যেখানে সব কিছু ফ্রিতে করা যায এবং ফ্রিমিয়াম বার্সন দিয়ে ও করা যায়
*ওয়ার্ডপ্রেস কি?
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম হল ‘ওয়ার্ডপ্রেস’ যা সম্পুর্ণ টাকা দিয়ে করতে হয়।
*ব্লগিং এর লাভ বা উপকারীতা
পৃথিবীতে এমন কোন কাজ নেই যার ফল বৃথা যায় ঠিক তেমনি বলা যায় ব্লগেও লাভ আছে আপনি সাধারণত দুই ভাবে ব্লগ করতে পারেন বাংলা এবং ইংরেজিতে আর বাংলার চেয়ে ইংরেজি ব্লগে লাভ বেশি থাকে। আপনার প্রশ্ন থাকতে পারে যে ব্লগিং এর টাকা কিভাবে আসে এটা স্বাভাবিক নতুন দের মনে এই রকম অনেক প্রশ্ন থাকে। ব্লগে মুলত আপনি যখন ভালো ভালো কন্টেন্ট প্রতিনিয়ত লিখতে থাকবেন তখন মানুষ যখন আপনার ব্লগে আসতে শুরু করে দিবে তখন নানা রকম বিজ্ঞাপন কোম্পানি রয়েছে তারা আপনার ব্লগে তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়ে এতে আপনার টাকা ইনকাম হতে থাকবে।বর্তমানে সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন দাতা হর “Google Adsense ” যা মুলত Google এর একটা মাধ্যম যা এখন পর্যন্ত জনপ্রিয় Google Adsense কি সেটা জানতে নিচের লিংকে চলে যান
পরবর্তী তে আমি ব্লগিং নিয়ে আরও অনেক কন্টেন্ট লিখব –
যেমন,
* ১|
*১|ব্লগিং প্রথম থেকে শুরু করব?
* ২| ব্লগং করতে কি কি জানা লাগে.?
*৩| টাকা কিভাবে উঠাব এবং বিস্তারিত?
**এ্যাডমিনের উক্তি সমূহ**
আজকে এই পর্যন্তই। আপনাকে ধন্যবাদ।মন দিয়ে আমাদের লেখা গুলো পড়ার জন্য। আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আমরা প্রতিনিয়ত অনলাইন ও টেকনোলজি বিষয়ের উপরে লেখা লেখি করে থাকি।কোন অভিযোগ বা বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার উওর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ