অনেকে আছে যে তার প্যাশন কে পেশা হিসেবে নিয়ে একটা উদ্যোগে পরিণত করতে চায় কিন্তু বেশির ভাগ মানুষ সেটা শুরু করার আগে সময় বা অর্থ নষ্ট করে পেলে যার কারনে ইচ্ছা ও মেধা থাকা সত্ত্বেও কোন উদ্যোগ নেওয়া হয়ে উঠে না।আবার অনেকে আছে উদ্যোগ নিয়ে খুব দ্রুত ফলাফল দেখতে না পেয়ে হাল ছেড়ে দেয়।আজকে আমরা আমাদের এই আর্টেকেলের মাধ্যমে ১০ টা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবে উদ্যোগ গ্রহনের মাথায় রাখলে সাফল্য অনেক আংশে বেড়ে যাবে।তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক
উদ্যোগ মানে কি.?
কোন একটা কাজ শুরু করার আগে লক্ষ্য হিসেবে নেওয়াকে উদ্যোগ হিসেবে বলা যেতে পারে।মনে করেন একজন মানুষের ইচ্ছে সে কম্পিউটার ইন্জিনিয়ার হবে, অন্য একজনের ইচ্ছে সে অনেক বড় কোম্পানিতে কাজ করবে, আরেক জন চায় তার ভালোবাসার মানুষ কে অর্জন করবে কেউ চায় ইউটিউবার হবে কেইবা একটা ব্যবসা শুরু করবে কেউ অনলাইনে ফ্রিল্যান্সিং করবে এই সব কিছু কেই উদ্যোগ বলা যেতে পারে এদের মধ্যে অনেকের ইচ্ছে পুরন হবে আবার অনেকের হবে না আমারা আজকে ব্যবসা বা উদ্যোগ শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। যেকোন ব্যবসা শুরু করার পূর্বে সবার জানা উচিত।তো চলুন শুরু করি
১|আইডিয়া ও চিন্তা ভাবনায় সময় নষ্ট করা
আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক মানুষ আছে যারা একটা ব্যাবসা বা কাজ শুরু করার পূর্বে সেটা নিয়ে চিন্তা ভাবনা ও আইডিয়া করতে করতে একটা সময় তার ওই কাজটা আর করা হয়ে উঠে না।সে শুধু মাএ আইডিয়া ও চিন্তা ভাবনায় সময় নষ্ট করে পেলেছে।অনেক গবেষনায় দেখা যায় অতিরিক্ত চিন্তা ভাবনা শুধু মাএ বিব্রান্তির সৃষ্টি করে শেষ পর্যন্ত কোন ফলাফলে পৌঁছা সম্ভব হয় না। তাই এটা করা যাবে না
২|আপনার প্যাশনকে খুঁজে বের করুন
প্রত্যেক মানুষের কোন না কোন প্যাশন রয়েছে যা সে করতে খুব বেশি ভালোবাসে।তেমনি আপনাকে ও খুঁজতে হবে যে আপনার কোন কাজ টা রয়েছে যেটা করলে আপনি বোরিং অনুভব করেন না।যে কাজের জন্য আপনাকে কোন টাকা না দিলেও আপনি করতে পারেন তা খুঁজুন এবং সেই বিষয়ে কাজ করুন।মনে করুন মিঃ কালাম কবুতর পালতে খুব ভালোবাসে সে দেখলে যে সে একা নয় যে কবুতর পালতে ভালোবাসে তার আশে পাশে অনেক মানুষ রয়েছে তাই সে অনেক গুলো কবুতর পালন করে তাদের কাছে বিক্রি করতে শুরৃ করে এতে তার শখ টাও পুরন হল এবং ব্যবসাও পরিচালন হল তাই আপনিও এমন কাজ খুঁজুনও সেটা নিয়ে কাজ শুরু করুন।
৩|দ্রুত ফলাফল আশা করা থেকে বিরত থাকুন
পাকৃতিক ভাবেও আমরা দেখলে বুঝতে পারি যে যে কোন একটা গাছ লাগালেই ফল আশা করা যায় না সেজন্য অনেক পরিচর্যা করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়।আপনি যদি গাছ লাগিয়ে নগদে ফল না পেয়ে গাছটাকে নষ্ট কে দেন তাহলে জীবনেও আপনি কোন ফল খেতে পারবেন না।তাই প্রতিটি ব্যবসা বা কাজেও অতি দ্রুত ফল আশা করা যাবে না।যে উদ্যোগটি শুরু করতে যাচ্ছেন সেটাে জন্য কি কি প্রয়োজন এবং সেগুলো কোথায় পাওয়া যেতে পারে সেটা নিয়ে চিন্তা করুন।
৪|সব কিছু একা একা করা থেকে বিরত থাকুন
একজন মানুষের পক্ষে সব কিছু একা জ্ঞান লাভ করা সম্ভব নয়।একেক জন একেক বিষয়ে পারদর্শী হয়ে থাকে তাই আপনি যেই কাজ পারেন না সেটা অন্য দের দিয়ে করিয়ে নিন যারা সে বিষয়ে পারদর্শী। নিজে একা একা সব করতে গেলে একটা সময় দেখা যাবে বিরক্ত হয়ে সব ছেড়ে দিবেন।তাই মনে রাখবেন আপনি যা পারেন তা আপনি করুন যা পারেন না যারা ভালো পারে তাদের দিযে করিয়ে নিন।
৫|গুরুত্বপূর্ণ কাজ নিজে করুন ও আউটসোর্সিং করুন
গুরুত্বপূর্ণ কাজ আপনি নিজে নিজে করে নিন। যে গুলো আপনার প্রতিষ্ঠানের মুল বা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনি নিজে করে ফেলুন।আর যা আপনি পারেন না তা অন্যদের কে করতে দিন।মনে করেন আপনি একটা অনলাইনে ই-কমার্স ব্যবসা শুরু করবেন এর জন্য প্রয়োজনিয় কাজ গুলো আপনি করে নিন আর ওয়েবসাইট তৈরির করা কঠিন বিষয় না পারলে একজান ওয়েব ডেভেলপার কে দিয়ে একটা প্রপেশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে নিন যা আপনার ই-কমার্স ব্যবসা কে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।
৬|যে কোন একজনকে অনুসরণ করুন
আপনি দেখবেন যে আপনার ই-কমার্স ব্যবসার মত মার্কেটে আরও অনেক ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে যারা সাফল্যের সাথে কাজ করছে তাদের অনুসরণ করুন। তারা কি করছে কিভাবে করছে প্রয়োজনে তাদের থেকে পরামর্শ নিন।এবং প্রয়োজন মোতাবেক কাজ করুন।যা আপনার ই-কমার্স ব্যবসায় আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
৭|হটাৎ করে বর্তমান কাজ ছেড়ে দেওয়া যাবে না
আপনি একটা ব্যবসা শুরু করলে সেখানে বিনিয়োগের দরকার হতে পারে।তাছাড়া সেটা সফল নাও হতে পারে তাই আপনার বর্তমান কাজ ছেড়ে দেওয়া যাবে না। আমরা প্রতিদিন কাজের পরে ও অনেক সময় অযথা নষ্ট করে ফেলি ওই সময় গুলোতে এই কাজ গুলো করুন এতে সময় নষ্ট হবে না।
৮|শুধু মাএ বিনোদনে সময় নষ্ট করা যাবে না।
আমরা আমাদের অবসর সময়ে টিভি বা মোবাইলে ফেসবুক বা ইউটিউবে গান শুনে অনেক সময় নষ্ট করে ফেলি যা এক ধরনের বোকামি ছাড়া কিছুই না।আমরা আসলে যেটাকে বিনোদন মনে করি সেটা আসলে বিনোদন নয় আসলে এটা বিনোদন নয় আপনার সন্তান বা স্ত্রী কে নিয়ে ঘুরতে যাওয়া বা তাদের সময় দেওয়া মধ্যে যে বিনোদন পাওয়া যায় সেটা মোবাইলে বা টিভি তে পাওয়া যায় না।তাই অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন।
৯|ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না।
ব্যর্থতা হল জীবনের একেকটা শিক্ষা।যত ব্যর্থ হবেন তত শিখতে পাবেন।ব্যর্থ হওয়া কে ভয় পাওয়া যাবে না সেটা কে মাথায় রেখে কেন কোন ভুল গুলোর কারনে হল সেটা খুঁজে বের করুন এবং সেটা সমাধান করে পেলুন।যত ব্যর্থ হবেন তত সমাধান করুন একটা সময় আপনি অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছেন।তাই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন ভয় নয়।এবং খুঁজতে থাকুন।
- ভুলগুলো কি ছিলো.?
- গুরুত্বপূর্ণ বিষয় গুলো কি.?
- শিক্ষনীয় বিষয় গুলো কি.?
১০|অনুপ্রেরণা নিন
আপনি খুঁজুন যে আপনার আশেপাশে আপনি যে বিষয়ে ব্যবসা করছেন সে বিষয়ের এমন কোন পারদর্শী আছে কি না।বা আগে এমন বিষয়ে সফল হয়েছে কেউ আছে কিনা থাকলে তার থেকে পরামর্শ নিন।খারাপ দিক গুলো শেয়ার করুন এবং তা সমাধান করে পেলুন। এবং তার থেকে অনুপ্রেরণা নিয়ে কাজে লাগান।
*সর্বশেষ*
একটা উদ্যোগ শুরু করারা আগে এই বিষয় গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং দৈর্য নিয়ে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ আপনিও সফল হবেন একদিন।সেই দিন পর্যন্ত অপেক্ষা করে সাফল্য মাথায় রেখে কাজ করে যান।ব্যর্থতা কে শিক্ষা হিসেবে নিন।আমার মতে যে কেউ উদ্যোগ শুরুর আগে এই বিষয় গুলো মাথায় রেখে শুরু করতে হবে নয়ত অনেক দুর এগোতে পারবে না।
**এ্যাডমিন বার্তা**
আজকে আর না সবাই ভালো থাকবেন।আর আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আমরা প্রতিনিয়ত এই রকম টেকনোলজিস বিষয় নিয়ে লেখা লেখি করে থাকি।।পুরো বিষয় টা পড়ে কোন ভুল বা জানার ইচ্ছে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন।আমরা অবশ্যই আপনার উওর দেব।
-ধন্যবাদ সবাইকে
- আরও পড়ুন :- Binany থেকে আয় করুন ঘরে বসে