Hacking
বর্তমান সময়ে বাংলাদেশ থেকে শুরু করে গোটা দুনিয়াই যখন মহামারী করোনা ভাইরাস নিয়ে আতংকে দিন কাটাতে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা সেই সময় কিছু ব্লাক হ্যাকার রা মানুষের প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নিয়ে নিজেদের স্বার্থ হাছিলের প্রচেষ্টা করে যাচ্ছে। এটা সাধারণত কোন সাধারণ মন মানসিকতা মানুষ ধারা সম্ভব নয়।মানুষ নামের অনেক অমানুষ নিয়েই তো দুনিয়া।
যাই হোক আমাদের সামান্য একটা ভুলের কারনে আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে।আমরা আমাদের একটা মোবাইল বা কম্পিউটারে কত দরকারি জিনিস না রাখি।একটা সময় যদি দেখি সেগুলো কিছুই নেই ওই সময় টায় কেমন লাগতে পারে যার সাথে একমাত্র সেই বলতে পারে।তাই আমরা কোন রকম ক্ষতি থেকে কিভাবে বাঁচতে পারি সেই রকম কিছু টিপস আপনাদের মাজে শেয়ার করছি।
১| করোনা নিয়ে কোন রকম ইমেইল আসলে সেটা না দেখে ডিলেট করে দিন।করোনা নিয়ে জানার থাকলে https://corona.gov.bd/ এই লিংকে যান
২| কোন ইমেইলে লিংক দিয়ে ইমেইল করলে সেটা কে কখনই ক্লিক করবেন না।ক্লিক করলেন তো মরলেন।
৩ | ফেসবুকে “সরকার ফ্রি তে এম বি দিচ্ছে নিচের লিংকে ক্লিক করুন” এরকম লিংকে কখনও ক্লিক করবেন না।সরকার মানুষ কে খাবার দিয়ে পারছে না MB দিবে।
৪| ইমেল বা বার্তার উৎস বা প্রেরক সম্পর্কে নিশ্চিত হয়ে নিন । সন্দেহজনক হলে সেটা ওপেন করবেন না
৫|কোনো মেইল স্ক্যাম বা ফিশিং মেইল হিসেবে সন্দেহ হলে তা রিপোর্ট করে দিন
৬| গুগলের এডভান্স প্রোটেকশন সিস্টেমটি চালু করে রাখুন |
উপরের নিয়ম গুলো মাথায় রাখলে আশা করি আপনি সকল প্রকার ফাঁদ থেকে বেঁচে যেতে পারবেন।আর হ্যাঁ দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ দিন দিন কেবল খারাপের দিকেই যাচ্ছে।আমরা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না যাই।আর গেলে ও মুখে মাক্স ব্যাবহার করি।